বিমানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক, প্রতারক চক্র বিকাশে টাকা চাচ্ছে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ জানুয়ারি ২০২৫ ০২:৩৮ অপরাহ্ণ   |   ৯৮ বার পঠিত
বিমানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক, প্রতারক চক্র বিকাশে টাকা চাচ্ছে

ঢাকা প্রেস নিউজ

 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (বিক্রয় ও বিপণন) অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটি (01777715504) হ্যাক করেছে একটি প্রতারক চক্র। এই নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করা হচ্ছে।
 

এ বিষয়ে শনিবার (২৫ জানুয়ারি) বিমানের ফেসবুক পেজে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

 


 

বিজ্ঞপ্তিতে বিমান জানায়, "পরিচালক বিক্রয় ও বিপণনের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটি হ্যাক হওয়ার পর অসাধু চক্রটি এটি ব্যবহার করে মানুষের কাছ থেকে অর্থ দাবি করছে। সবাইকে সতর্ক থাকার এবং কোনোভাবেই এই ধরনের বার্তায় সাড়া না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। কেউ যেন প্রতারণার শিকার না হন, এ ব্যাপারে সবাইকে সতর্ক করা হচ্ছে।"
 

বিমান কর্তৃপক্ষ সবাইকে এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড এড়ানোর আহ্বান জানিয়েছে।