জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, "গত ১৬ বছরে আওয়ামী লীগ দেশে গণহত্যা চালিয়েছে এবং সবকটি নির্বাচনে ভোট ডাকাতি করেছে। বিশেষ করে, গত জুলাই-আগস্টে তারা একটি নজিরবিহীন গণহত্যা ঘটিয়েছে। তাই বর্তমানে দলটি দেশের জনগণের কাছে একটি টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে পরিচিত হয়ে উঠেছে।" তিনি আরও বলেন, "আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি যে, সরকারিভাবে আওয়ামী লীগকে টেরোরিস্ট ঘোষণা করা হোক এবং তাদের রাজনীতি নিষিদ্ধ করা হোক।"
শনিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ববি হাজ্জাজ এসব মন্তব্য করেন।
ববি হাজ্জাজ বলেন, "আজকের বৈঠকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, তার মধ্যে ছিল জাতীয় নির্বাচনের সময় এবং প্রক্রিয়া। তবে, আমাদের প্রথম দাবি হচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা।"
আসন্ন নির্বাচন নিয়ে ববি হাজ্জাজ মন্তব্য করেন, "আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচন হওয়া উচিত নয়। স্থানীয় নির্বাচন ঘিরে দেশে ব্যাপক দাঙ্গা এবং সহিংসতা সৃষ্টি হতে পারে। বর্তমানে পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্ষম নয়, এবং তাদের জন্য এটি আরও কঠিন হবে।"
তিনি আরও বলেন, "নির্বাচিত সরকারের বাইরে বড় কোনো সংস্কার সম্ভব নয়, তাই একটি নির্বাচন খুব দ্রুত প্রয়োজন। তবে আমরা বলেছি যে, ২০২৫ সালেই নির্বাচন হওয়া জরুরি নয়, কিন্তু যত দ্রুত সম্ভব নির্বাচন হতে হবে। এর আগে, প্রতিটি সংস্কার কমিশনকে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। যদি ঐকমত্যে পৌঁছানো না যায়, তবে সেই সংস্কার রাজনৈতিক সরকার বাস্তবায়ন করবে।"