মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম এর দিক নির্দেশক্রমে বিজ্ঞ এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে আজ ২২ এপ্রিল মংগলবার সকাল ১০.৩০ হতে দুপুর ১.৩০ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও চড়পাড়ায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ অভিয়ানের সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল হতে ১৪ জন দালালকে ১৫ দিন থেকে ২ মাস মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া চরপাড়ার ৩ টি ফার্মেসিতে বিভিন্ন অবৈধ ঔষধ রাখার অপরাধে ১২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযান পরিচালনাকারী টিম জানান অভিযান চলমান আছে এবং থাকবে।