ঢাকা প্রেস,নড়াইল প্রতিনিধি:-
নড়াইলের কালিয়া উপজেলায় দীর্ঘদিনের গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে উপজেলার চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুলতান মোল্যা (৭০)। এ ঘটনায় উভয়পক্ষে আরও ৬ জন আহত হয়েছেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পুরুলিয়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য জামাল মোল্যা ও সাবেক ইউপি সদস্য শরিফুল মোল্যার দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের বিরোধ চলে আসছিল। সোমবার রাতে এই বিরোধই সংঘর্ষে রূপ নেয়।
শরিফুল মোল্যা সমর্থিত সুলতান মোল্যাকে বাড়ি ফেরার পথে জামাল মোল্যা সমর্থিত লোকজন হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। গুরুতর আহত সুলতান মোল্যাকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা রুজু করা হবে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে।