মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:-
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৭ নং সিধুলী ইউনিয়নের চরভাটিয়ান গ্রামের আনার সরকার বাড়ীঘাট এলাকায় ঝিনাই নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় ১ম দিনে তিনজন এবং ২য় দিনে (১লা নভেম্বর) ১জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, এখনো এক শিশু নিখোঁজ।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৪ ঘটিকার সময় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার কাজে স্থানীয় গ্রামবাসী ও শ্যামগঞ্জ কালিবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা সহায়তা করছেন।
নিহতদের মধ্যে রয়েছে, কালিবাডি প্রি ক্যাডেটের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম উরফে পলি আক্তার (১২) , প্রথম শ্রেণির শিক্ষার্থী আবু হাসান (৭), চর ভাটিয়ানি এলাকার দুদু মিয়ার সন্তান মরিয়ম ও আবু হাসান। সরিষাবাড়ি উপজেলার বাউসী এলাকার নূর ইসলামের মেয়ে নরিন (৮)। আজাদের মেয়ে কুলসুম (৯)।
স্থানীয়রা জানান, বিকেলে ৬ জন শিশু একসাথে নদীতে গোসল করতে যায় । একজন নদীর তীরে দাঁড়িয়ে থাকে অন্য ৫ জন গোসলে নামে কিছুক্ষণ পর তারা পানিতে ডুবে যায়। তীরে থাকা শিশু তাদের ডুবে যাওয়া দেখে দৌড়ে বাড়ীতে গিয়ে খবর দেয় এবং পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।
স্থানীয় লোকজনের সাথে কথা বললে জানা যায়। নদীঘাট থেকে কিছুটা দূরের গ্রামের ছয়টি শিশু নিজেদের ইচ্ছায় নদীতে গোসল করতে আসে। এই শিশু গুলো পূর্বে নদীতে গোসল করতে অভ্যস্ত ছিলনা।
জামালপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোঃ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, শুক্রবার বিকাল ৪ টার সময় ৭ নং সিধুলি ইউনিয়নে ভাটিয়ানি গ্রামে ঝিনাই নদীতে এই দুর্ঘটনা ঘটে, এখানে ছয়টি শিশু পানিতে পড়ে যায়, একটি শিশু নিজেই পানি থেকে উঠে আসে। পাঁচটি শিশু নিখোঁজ হয়। আমরা খবর পেয়ে দ্রুত সময়ে এসে বিকাল পাঁচটা দশ মিনিট থেকে উদ্ধার অভিযান আরম্ভ করি, আমরা প্রথমে পাঁচটা ৪৩ মিনিটে দুটি মৃতদেহ উদ্ধার করি এবং পরবর্তীতে আরো একজনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হই।
শুক্রবার রাত হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত করে ডুবিরী দল এবং শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান চালিয়ে কুলসুম(৮) নামে আরেকজন শিশুর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের টিম। এ নিয়ে নিহতের সংখ্যা দাড়ায় ৪ জন। এ ঘটনায় বৈশাখী (৯) নামে এক জন এখানো নিখোঁজ রয়েছে।
এই ঘটনায় নিহতের পরিবার সহ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।