নিজস্ব প্রতিনিধি:-
পতেঙ্গা মডেল থানাধীন সী বিচ সংলগ্ন আউটার লিংক রোড (এসএপিএল )ডিপো হতে ২০০ গজ সামনে মহাসড়কের পাশে আইন-শৃংখলা কর্তব্যরত অবস্থায় নিয়োজিত অফিসার এসআই/ইউসুফ আলীর সামনে দুই জন দুস্কৃতিকারী এসে ত্রাস-সৃষ্টি করে ভয়ভীতি প্রদর্শন করে মোবাইল, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার ২ জনকে আটক করেছে।
এসআই (নিঃ)/ইউসুফ আলী সংগীয় ফোর্স সহ পতেঙ্গা সী বিচ সংলগ্ন আউটার রিং রোডে চেকপোষ্ট ডিউটি করাকালে গত ২৮ফেব্রুয়ারি২৫ইং তারিখখে সন্ধ্যায় জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর সংবাদ পাওয়া মাত্রই মহাসড়কের পাশে অবস্থান করে।
এই সময় মোটর সাইকেল যোগে আসামী ১। সাইমন (২৭), ও ২। আলী ইমাদ ৩। তাফসির ইমাদ (২২) দ্বয় মোটর সাইকেল থামিয়ে বেআইনীভাবে ত্রাস সৃষ্টি করে এসআই/ইউসুফ আলীকে ভুয়া পুলিশ বলে ভয়ভীতি প্রদর্শন সহ তার ব্যবহৃত মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নেয়।
ইউসুফ আলী নিজের পরিচয় দিয়ে সাহায্যের জন্য শোর-চিৎকার করলে আসামীদ্বয় তাহাকে মারধর করে ভুয়া পুলিশ বলে আসামীদ্বয়ের পরিচিত দুস্কৃতিকারীদেরকে ঘটনাস্থলে জড়ো করে।
ইতিমধ্যে সী বিচ এলাকায় টহলরত অফিসার ও ফোর্স এবং আশপাশের লোকজন এগিয়ে আসে। উত্তেজিত জনতা উক্ত আসামীদ্বয়কে ধৃত করে গনধোলাই দিলে আসামীদের অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।
থানার অন্যান্য মোবাইল পার্টির দায়িত্বপ্রাপ্ত অফিসার সহ আশপাশের লোকজন এসআই-ইউসুফ আলীকে উদ্ধার করে।
জনতা কর্তৃক আটক আসামীদ্বয়কে পুলিশ হেফাজতে নিয়ে তল্লাশীকালে এসআই-ইউসুফ এর নিকট হতে ছিনিয়ে নেওয়া মোবাইল, মানিব্যাগ ও ওয়াকিটকি উদ্ধার করে এবং আসামীদ্বয়ের কাছে থাকা ছিনতাইকাজে ব্যবহৃত একটি চাকু এবং মোটর সাইকেল জব্দ করে।
উক্ত ঘটনায় পতেঙ্গা মডেল থানার মামলা নং-০১,তারিখ-০১/০৩/২০২৫ ইং ধারা- আইন-শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ (সংশোধীত ২০১২) এর ৪/৫ দায়ের করা হয় বলে জানিয়েছেন পতেঙ্গা মডেল থানার ওসি।