ব্যাটারিচালিত রিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

প্রকাশকালঃ ২৫ নভেম্বর ২০২৪ ১১:০৮ পূর্বাহ্ণ ০ বার পঠিত
ব্যাটারিচালিত রিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

ঢাকা প্রেস নিউজ

 

ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের সাম্প্রতিক আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে। সোমবার (২৫ নভেম্বর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জমা দেওয়া হয়। দুপুরে চেম্বার বিচারপতির আদালতে এ আপিলের ওপর শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার (২৪ নভেম্বর) তিনি জানিয়েছিলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর প্রস্তুতি চলছে।
 

প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেন। পাশাপাশি, এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া কেন আইনবহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি করেন।
 

এই আদেশ দেওয়া হয় বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেলচালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মো. মমিন আলীর দায়ের করা একটি রিটের ভিত্তিতে।