বেনাপোল সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের সময় তৃতীয় লিঙ্গের দুইজন আটক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ মে ২০২৫ ০১:৫৬ অপরাহ্ণ   |   ৮৭ বার পঠিত
বেনাপোল সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের সময় তৃতীয় লিঙ্গের দুইজন আটক

বেনাপোল প্রতিনিধি:-

 

বেনাপোল (যশোর), শনিবার: ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বেনাপোল সীমান্তে তৃতীয় লিঙ্গের দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকালে ধান্যখোলা বিজিবি ক্যাম্পের জেলেপাড়া পোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।
 

আটক ব্যক্তিরা হলেন—পাবনা জেলার গয়েশপুর উপজেলার জামালপুর গ্রামের করিম আলীর ছেলে জাহিদুল ইসলাম (২২) এবং পাবনা সদর উপজেলার কুচিয়ামারা গ্রামের মোতাহার আলীর ছেলে জহিরুল ইসলাম (২২)।
 

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, জেলেপাড়া পোস্টে দায়িত্বে থাকা নায়েব সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে।
 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা প্রায় পাঁচ বছর আগে ভারতে গিয়েছিলেন এবং সেখান থেকে অবৈধভাবে দেশে ফিরছিলেন।
 

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।