চেয়ারম্যানের মানবতা: বাস্তবায়নে কর্মী সমর্থকরা!

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ আগu ২০২৫ ০৮:৩৪ অপরাহ্ণ   |   ৩৩ বার পঠিত
চেয়ারম্যানের মানবতা: বাস্তবায়নে কর্মী সমর্থকরা!

বন্দর প্রতিনিধি:-


সদাহাস্যজ্বল একজন মানুষ হেট্রিক বিজয়ী চেয়ারম্যান আলহাজ্ব এহসান উদ্দিন আহমেদ। পারিবারিক, সামাজিক, জনপ্রতিনিধি (খাদেম)’র দায়িত্ব পালনে যেন উদাহরন। পারিবারিকভাবে উচ্চ শিক্ষিত এহসান উদ্দিন আহমেদ যথাযথভাবে দায়িত্ব পালনে ইউনিয়নবাসীর কাছে বেশ আলোচনা।

 

 

করোনা ভাইরাস  সংক্রমণের সময়সহ ইউনিয়নবাসীর কোন সমস্যা হলে নিজেসহ তার কর্মী-সমর্থক বাহিনী ঝাপিয়ে পড়েন। বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এহসান উদ্দিন আহমেদের নির্দেশনায় চতুর্থবারের মতো পরিচয়হীন একজন মৃত ব্যক্তির  দাফন - কাফন ও জানাযার কাজ স্বয়ংসম্পূর্ণ করলেন Mahamodul Hasan Bappy, Khokan Ali, Abdur Rahman Salim,, Rafio, মাসুদ, লাল মিয়া,পাভেলরা মিলে৷ চেয়ারম্যান আলহাজ্ব এহসান উদ্দিন আহমেদের নির্দেশে তারা মরহুমের শেষ কাজ সর্ম্পন্ন করেন।  

 

যদিও নানা প্রকার জটিলতার কারণে চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ প্রায় ১ বছর যাবত জনগণকে তেমন একটা সময় দিতে না পারলেও দায়িত্ব পালনে একজন উদাহরণ।