নিয়মিত চর্চায়ই আসে চূড়ান্ত সাফল্য : আসলাম চৌধুরী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ নভেম্বর ২০২৫ ০৭:১৩ অপরাহ্ণ   |   ৩০ বার পঠিত
নিয়মিত চর্চায়ই আসে চূড়ান্ত সাফল্য : আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ-

 

শিক্ষায় ভাল ফলাফলই শুধু নয়, বরং আদর্শ, মানবিক ও অনুকরণীয় চরিত্র গঠনই জীবনের প্রকৃত সফলতা— এমন মন্তব্য করেছেন বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব ও এফসিএ আসলাম চৌধুরী। তিনি বলেন, “নিয়মিত চর্চা ও অধ্যবসায় ছাড়া প্রকৃত সাফল্য অর্জন সম্ভব নয়।”
 

শনিবার (১ নভেম্বর) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয় মাঠে জেএএম সংস্থা আয়োজিত ‘মুজিবুল-রোকেয়া স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

আসলাম চৌধুরী আরও বলেন, শিক্ষা অর্জনের মূল চাবিকাঠি হলো শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টা। সন্তানকে স্কুলে পাঠানোতেই অভিভাবকের দায়িত্ব শেষ হয় না, আর শ্রেণিকক্ষে পাঠদানেই শিক্ষকের কাজ শেষ নয়। শিক্ষার্থী বাড়িতে পড়ালেখা করছে কিনা— তা শিক্ষক ও অভিভাবক উভয়ের তদারকির মধ্যে রাখতে হবে।
 

তিনি বলেন, “ভাল ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শিষ্টাচার ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, অসৎ সঙ্গ পরিহার— এসব শিক্ষা শৈশব থেকেই দিতে হবে। আলোকিত পরিবার ও সমাজ গড়তে হলে মোবাইল ফোনের অযথা ব্যবহার কমাতে হবে।”
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি হাজী এ বি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আবুল হাশেম। পরিচালনায় ছিলেন বাশিস সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক একে এম ফজলুল করিম।
 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন জেএএম সংস্থার নির্বাহী সদস্য জামিলা নাজনীন মাওলা, সভাপতি মেহরীন আনহার উজমা, বাশিস চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক ও বৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক মোহাম্মদ মোবারক আলী, হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাঈন উদ্দীন, বাশিস সন্দ্বীপ শাখার সভাপতি মোঃ জামশেদ উদ্দীন ও বৃত্তি পরিচালনা কমিটির আহ্বায়ক আনিস আকতার টিটু।
 

হাফেজ মোঃ ইউসুফের তেলাওয়াত ও মাওলানা ইসমাইলের দোয়ায় অনুষ্ঠানের সূচনা হয়। পাঁচ পর্বে আয়োজিত অনুষ্ঠানে ছিল— বৃত্তি পরীক্ষা, সাংস্কৃতিক পরিবেশনা, “ডিজিটাল বাংলাদেশ নির্মাণে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব” শীর্ষক সেমিনার, “আলোকিত পরিবার সম্মাননা” প্রদান ও বৃত্তি ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ।
 

অনুষ্ঠানে আলোকিত ব্যক্তি হিসেবে সম্মাননা প্রদান করা হয় কালাপানিয়া উচ্চ বিদ্যালয় ও শহীদ এস.পি.এম. শামসুল হক বিদ্যানিকেতনের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ শফিউল আজম (বি.এ., বি.এড)-কে।
 

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডভোকেট আবু তাহের, নুরুল মোস্তফা খোকন ও মোস্তফা কামাল পাশা বাবুল। উপস্থিত ছিলেন জহুরুল আলম জহুর, গাজী হানিফ, নিযুম খান, জামশেদুর রহমান, মাইনুদ্দিন সিকদার, নুরুদ্দিন হোসাইন ও মোঃ আদিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

বৃত্তি পরীক্ষায় অংশ নেয় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার নবম শ্রেণির ৪৬৯ জন শিক্ষার্থী। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির নগদ অর্থ, সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।