ঢাকা প্রেস নিউজ
আবুল কালাম আজাদ ভূইয়া,কুমিল্লা প্রতিনিধিঃ
দৈনিক মানবজমিন পত্রিকার তিতাস প্রতিনিধি মো. জুয়েল রানার উপর স্বেচ্ছাসেবক লীগের কর্মী রাজিব মুন্সির নেতৃত্বে হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (৩রা আগষ্ট) সাংবাদিক জুয়েল রানা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে আরো ২/৩ জন অজ্ঞাত উল্লেখ করে এ অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলো রাজিব মুন্সি, সাদ্দাম, হিরণ ও সোহেল মুন্সিসহ আরো অজ্ঞাত ২/৩ জন।
খোজ নিয়ে জানা যায়, তিতাস উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা দুষ্কৃতকারী রাজিব মুন্সি ও তার সাঙ্গপাঙ্গ সাদ্দাম, হিরন ও সোহেল মুন্সিসহ আরও কয়েকজন সঙ্ঘবদ্ধ হয়ে (৩১ জুলাই) বিকালে বাতাকান্দি বাজারে পরিকল্পিত ভাবে হযরত আলীর চায়ের দোকানে গিয়ে জনসম্মুখে অতর্কিত সন্ত্রাসী হামলা করে মারধর করে। এসময় সাংবাদিক জুয়লের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলা কারিরা পালিয়ে যায়।
সাংবাদিক জুয়েল বলেন, তিতাস উপজেলা মহিলা আওয়ামিলীগ নেতৃদের লাল শাড়ি পড়া একটি গ্রুপ ছবি (৩০জুলাই) আমার ফেসবুক আইডি থেকে পোস্ট করি। এই পোস্টকে কেন্দ্র করে রাজিব ও তার সাঙ্গপাঙ্গরা বাতাকান্দি বাজারে হযরত আলীর চায়ের দোকানে আমার উপর হামলা করে। তিনি আরও বলেন (৩১ জুলাই) তিতাস উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনের সংবাদ সংগ্রহ করতে গেলে ওখানেও আমাকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সামনে মারতে আসে এবং অকত্য ভাষায় গালমন্দ করে আমাকে খেয়ে ফলার হুমকি দেয়।
এঘটনায় তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন, সাংবাদিক জুয়েল রানার একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং এস.আই তানভীরকে দায়িত্ব দেয়া হয়েছে।
এস.আই তানভীর বলেন, সাংবাদিক জুয়েল রানার অভিযোগের দায়িত্ব প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাংবাদিকের উপর হামলার সত্যতা পাওয়া গেছে।
এদুিকে দৈনিক মানবজমিন পত্রিকার তিতাস প্রতিনিধি মো.জুয়েল রানার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে হামলা কারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন হোমনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর হোমনা প্রতিনিধি আবদুল হক সরকার, তিতাস প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক যুগান্তর কুমিল্লা উত্তর প্রতিনিধি কবির হোসেন, দাউদকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তর দাউদকান্দি প্রতিনিধি জাকির হাজারি ও তিতাস প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব তিতাস প্রতিনিধি মো.আসলামসহ তিতাস, হোমনা, মেঘনা, দাউদকান্দি, চান্দিনা, দেবীদ্বার ও মুরাদনগর উপজেলার সকল সাংবাদিক বৃন্দ।