আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। সেই বিশ্বকাপে জায়গা করে নিতে পাকিস্তানে চলছে বাছাইপর্ব। দারুণভাবে সূচনা করেছিল বাংলাদেশ নারী দল—টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে বিশ্বকাপের টিকিটের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল তারা।
তবে চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ উইকেটের পরাজয়ে জ্যোতিরা এখন পড়েছে জটিল সমীকরণের মুখে।
ছয় দলের এই প্রতিযোগিতায় এখনো পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। যদি সে ম্যাচে বাংলাদেশ হেরে যায়, আর ওয়েস্ট ইন্ডিজ বড় ব্যবধানে থাইল্যান্ডকে হারায় ও স্কটল্যান্ড জয় পায় আয়ারল্যান্ডের বিপক্ষে, তাহলে তিন দলের পয়েন্ট দাঁড়াবে সমান ৬। সে ক্ষেত্রে বিশ্বকাপে খেলার টিকিট নির্ধারিত হবে নেট রান রেটের ভিত্তিতে, যেখানে এখন পর্যন্ত এগিয়ে বাংলাদেশ।
বৃহস্পতিবার লাহোরের স্পোর্টস কমপ্লেক্সে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে তোলে ২২৭ রান। ওপেনার ফারজানা হক ও শারমিন আক্তার ব্যাট হাতে ভালো করেন। ১৬ রানে প্রথম উইকেট হারানোর পর এই দুজন গড়েন ১১৮ রানের জুটি। ফারজানা করেন ৪২ রান, শারমিন ৭৯ বলে ৬৭ রান করেন ১০টি চার মেরে।
তবে মিডল অর্ডারে ভরাডুবি—নিগার সুলতানা জ্যোতি (৫), ঋতুমনি (১৫), স্বর্ণা আক্তার (৬) ও ফাহিমা খাতুন (৯)—যার ফলে স্কোর বড় হয়নি। শেষদিকে নাহিদা আক্তার (২৫) ও রাবেয়া খান (২৩) লোয়ার অর্ডার থেকে লড়াই চালিয়ে যান।
জবাবে ওয়েস্ট ইন্ডিজ জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ৪ ওভার হাতে রেখেই। একপর্যায়ে মাত্র ৭৪ রানে তাদের ৩ উইকেট পড়ে গেলে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ। কিন্তু মিডল অর্ডারে দৃঢ়তা দেখিয়ে ম্যাচ জিতে নেয় ক্যারিবীয়রা।
সিনেল্লা হেনরি অপরাজিত ৫১ রান করেন ৪৮ বলে, আর কিয়ানা জোসেপ (৩১), ক্যাম্পবেলা (২৪), টেইলর (৩৬) ও হেইলি ম্যাথিউস (৩৩) গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বাংলাদেশের হয়ে পেসার মারুফা আক্তার নেন ২ উইকেট।
পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে জয় পেলেই বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। তবে হারলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকে এবং নির্ভর করতে হবে নেট রান রেটের ওপর।