ঢাকা প্রেস,গাজীপুর প্রতিনিধি:-
গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার সাদপন্থী নেতা মুয়াজ বিন নূর (৪০) এর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২২ ডিসেম্বর) সকালে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর আল মামুন শুনানি শেষে মুয়াজের রিমান্ড মঞ্জুর করেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তায় মুয়াজ বিন নূরকে আদালতে হাজির করেন। এ সময় পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করেছিল।
মুয়াজ বিন নূর ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টরের নূর মোহাম্মদের ছেলে। তিনি সাদপন্থী গ্রুপের মুখপাত্র হিসেবে পরিচিত এবং জুবায়েরপন্থীদের করা হত্যা মামলার ৫ নম্বর আসামি। গত শুক্রবার (২০ ডিসেম্বর) ভোরে পুলিশ তাকে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, ১৮ ডিসেম্বর গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে চার মুসল্লির মৃত্যু হয়। এর পরদিন, ১৯ ডিসেম্বর রাতে, মাওলানা জুবায়েরের অনুসারী এস. এম. আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেন। এতে ২৯ জনের নামসহ অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান জানিয়েছেন, এই মামলায় ৫ নম্বর আসামি মুয়াজ বিন নূর। তাকে শুক্রবার গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয়, এবং আজ রোববার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।