ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ওলামা লীগের সভাপতি গ্রেফতার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৫৮ অপরাহ্ণ   |   ৮২ বার পঠিত
ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ওলামা লীগের সভাপতি গ্রেফতার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় উপজেলা ওলামালীগ সভাপতি শফিকুর রহমান (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ এবং মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের তুলে নিয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোড়া ও দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। এই ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক ছাত্র বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে উলিপুর বহুমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা ওলামালীগ সভাপতি মাও. শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়।
 

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। এই ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে এবং ন্যায়বিচারের দাবি উঠেছে।