শহীদ দিবসে যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:১৪ অপরাহ্ণ   |   ৭৭ বার পঠিত
শহীদ দিবসে যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে

ঢাকা প্রেস নিউজ

 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সাতটি সড়কে যান চলাচল বন্ধ থাকবে এবং রোড ডাইভারশন কার্যকর থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
 

বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করেন।
 

যান চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা

ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার জানান, কেন্দ্রীয় শহীদ মিনারের চারপাশে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে জনসমাগমের কারণে যান চলাচল সীমিত করা হবে। এ জন্য মূলত সাতটি স্থানে সড়ক বন্ধ থাকবে।
 

যে সকল সড়কে যান চলাচল বন্ধ থাকবে:

  • শাহবাগ ক্রসিং
  • নীলক্ষেত ক্রসিং
  • শহীদুল্লাহ হল ক্রসিং
  • হাইকোর্ট ক্রসিং
  • চানখাঁরপুল ক্রসিং
  • পলাশী ক্রসিং
  • বকশিবাজার ক্রসিং
     

এই নিষেধাজ্ঞা আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল দুপুর ৩টা পর্যন্ত কার্যকর থাকবে।
 

শ্রদ্ধা নিবেদন রুট নির্দেশনা

অমর একুশে উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনকারীদের জন্য নির্দিষ্ট রুট নির্ধারণ করেছে ডিএমপি।

🔹 প্রবেশ পথ:

  • পলাশী ক্রসিং → ভাস্কর্য ক্রসিং → জগন্নাথ হল ক্রসিং → কেন্দ্রীয় শহীদ মিনার

🔹 প্রস্থান পথ:

  • রোমানা ক্রসিং → দোয়েল চত্বর → নির্ধারিত গন্তব্য
     

এছাড়া, শাহবাগ, নীলক্ষেত, শহীদুল্লাহ হল, চানখাঁরপুল, পলাশী এবং বকশীবাজার ক্রসিংয়ে রোড ডাইভারশন কার্যকর থাকবে।
 

সাধারণ জনগণকে এসব নির্দেশনা অনুসরণ করার জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।