শেখ হাসিনার রায়ের কপি আজ স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ নভেম্বর ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ণ   |   ৩৬ বার পঠিত
শেখ হাসিনার রায়ের কপি আজ স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। পাশাপাশি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের জন্য কেন্দ্রীয় কারাগারেও রায়ের অনুলিপি পাঠানোর প্রস্তুতি চলছে।
 

এর আগে সোমবার জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করেন। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
 

রায়ে উল্লেখ করা হয়, শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছে। দুটি অভিযোগে শেখ হাসিনাকে এবং একটি অভিযোগে আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রাজসাক্ষী হওয়ার কারণে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
 

গত ১ জুন প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে এই তিন আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল করে। আনীত পাঁচটি অভিযোগ হলো—

  • গত বছরের ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে উসকানিমূলক বক্তব্য প্রদান,

  • হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ প্রদান,

  • রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা,

  • রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং

  • আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা।
     

এই অভিযোগগুলোর ভিত্তিতে গত ১০ জুলাই আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। সাজাপ্রাপ্তদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক হলেও সাবেক আইজিপি মামুন একমাত্র গ্রেফতারকৃত আসামি। অভিযোগ গঠনের দিনই তিনি মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং রাজসাক্ষী হওয়ার আবেদন জানান।