অন্তর্বর্তী সরকারের মেয়াদ এখনও নির্ধারিত হয়নি।

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ আগu ২০২৪ ১১:০২ অপরাহ্ণ   |   ৫৮৪ বার পঠিত
অন্তর্বর্তী সরকারের মেয়াদ এখনও নির্ধারিত হয়নি।

ঢাকা প্রেস নিউজ


বাংলাদেশে গঠিত অন্তর্বর্তী সরকারের মেয়াদ এখনও নির্ধারিত হয়নি। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, সরকারের মূল লক্ষ্য হল দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা, আন্দোলনের দাবিগুলো বাস্তবায়ন করা এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা।

 

শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের বলেন, "আমাদের যেহেতু গণঅভ্যুত্থানের ফসল, তাই আমাদের দ্রুততম সময়ে দেশকে স্থিতিশীল করতে হবে।" তিনি আরও বলেন, "আন্দোলনে হতাহতদের বিচার, শহীদদের মর্যাদা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা আমাদের অগ্রাধিকার।"
 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই সরকার গত বৃহস্পতিবার শপথ গ্রহণ করে। দেশব্যাপী গণআন্দোলনের জেরে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।