নিউমার্কেটে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ আগu ২০২৫ ০৩:৫১ অপরাহ্ণ   |   ১১৭ বার পঠিত
নিউমার্কেটে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে পুলিশসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
 

ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোহাম্মদ তারিকুজ্জামান জানান, প্রথমে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া করে। এরপর সিটি কলেজের শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া শুরু করে। এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন এবং তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
 

পুলিশ সংঘর্ষ থামাতে গিয়ে ৫ থেকে ৭ জন পুলিশ সদস্যও আহত হন। বর্তমানে পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে রয়েছে এবং দুপুর ১টার পর থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
 

স্থানীয়রা জানিয়েছেন, ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। বেলা সাড়ে ১১টার দিকে দুই কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে ইটপাটকেল ছোড়ার পাশাপাশি লাঠি ব্যবহার করে। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশও লক্ষ্যবস্তু হয়।
 

বেলা দুইটার দিকে দুই পক্ষ একপাশে অবস্থান নিয়েছে এবং সিটি কলেজের সামনে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক জানান, সড়কে যান চলাচল এখন স্বাভাবিক। সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা নিজেদের ক্যাম্পাসে ফিরে গেছেন।