মোহাম্মদ করিম, বিশেষ প্রতিনিধি:-
চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) বিকেল ৪টার দিকে গহিরা ইউনিয়নের সত্তারঘাট এলাকায় এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক *গোলাম আকবর খোন্দকার*।
বিএনপির দুই প্রভাবশালী নেতা গোলাম আকবর খোন্দকার ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান *গিয়াস উদ্দিন কাদের চৌধুরী*-এর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গোলাম আকবর খোন্দকার সাংবাদিকদের জানান, রাউজান উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারতের উদ্দেশ্যে গাড়িবহর নিয়ে বড়বাড়ি পাড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সত্তারঘাট ব্রিজ এলাকায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে তাঁর সন্ত্রাসী বাহিনী গাড়িবহরে হামলা চালায়। তিনি দাবি করেন, *তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়*, একটি গুলি তাঁর ঘাড় ঘেঁষে চলে যায় এবং তার নেতাকর্মীদের অনেকেই আহত হন।
অন্যদিকে, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সমর্থিত উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি *সাবের সুলতান কাজল* বলেন, আগামী ৯ আগস্ট রাউজানে 'জুলাই শহীদ'দের স্মরণে দলের কর্মসূচিকে সামনে রেখে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গহিরা সত্তারঘাট এলাকায় পৌঁছালে *গোলাম আকবর খোন্দকারের নেতৃত্বে আসা নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়ে অতর্কিত হামলা চালায়*। এতে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ১০–১২ জন আহত হন।
সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক *সৈয়দ মঞ্জরুল হক* বলেন, “গোলাম আকবর খোন্দকার আওয়ামী দোসরদের নিয়ে আমাদের শান্তিপূর্ণ শোভাযাত্রায় হামলা চালিয়েছে। এতে অনেক নেতাকর্মী রক্তাক্ত হয়েছেন, যাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
এ ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক), রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কয়েকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চমেক হাসপাতালের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা *এসআই মো. আলাউদ্দিন তালুকদার* জানিয়েছেন, এ পর্যন্ত তিনজনকে সেখানে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিষয়ে *রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া* বলেন, “বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে আমরা ঘটনাস্থলে রয়েছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিস্তারিত তথ্য জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হবে।”