ঠাকুরগাঁও প্রতিনিধি:-
ঠাকুরগাঁও শহরে ফিল্মি স্টাইলের অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শহরের অপরাজেয় ৭১ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেনঃ পৌরশহরের হাজীপাড়াস্থ মৃত লুৎফর রহমানের ছেলে রফিকুল ইসলাম ওরফে বুড্ডা (৩২) এবং বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াখোর গ্রামের আব্দুল জলিলের ছেলে হাসিবুল ইসলাম (৩৫)।
অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের উপ-পরিদর্শক শাহরিয়ার রহমান জানান, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আমরা গোপন খবর পেয়ে অভিযানে যাই। তারা শিশু পার্কের সামনে বাইক যোগে শহরে যাচ্ছিল। অভিযান শুরু হলে পালানোর চেষ্টা করে এবং ধস্তাধস্তি হয়। তবে আমাদের চৌকস টিম দ্রুত তাদের নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকেই ৭০০ পিস ইয়াবা জব্দ করা হয়।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রফিক দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও ও আশপাশের এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
ঘটনার সময় সাধারণ মানুষ মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে ডিবি সদস্যরা রফিককে মাটিতে ফেলে ধরে।
স্থানীয় দোকানদার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “এখানে প্রতিদিন অচেনা লোকজন আসে-যায়। কিন্তু এতদিন কেউ কিছু করতে পারেনি। আজ ডিবি পুলিশ যেভাবে ধরেছে, এতে আমাদের মনে সাহস এসেছে।”
কলেজ শিক্ষার্থী জহির ইসলাম বলেন, “মাদক এখন তরুণদের ধ্বংস করছে। এদের কঠিন শাস্তি হওয়া প্রয়োজন।”
ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর অনেকেই সমালোচনামূলক মন্তব্য করেছেন।
ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, “মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হবে।”