রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে একটি পূর্ণাঙ্গ সনদপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনায় বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব আহ্বান করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট অংশীজনদের কাছ থেকে এ বিষয়ে মতামত চাওয়া হয়েছে।
সাতটি কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ।
মঙ্গলবার ইউজিসি এ সংক্রান্ত একটি অফিস নোট অনুমোদন করেছে। এতে উল্লেখ করা হয়েছে, পূর্ণাঙ্গ সনদপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বসাধারণের কাছ থেকে নামের প্রস্তাব গ্রহণ করা হবে। আগ্রহীদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রস্তাবিত নাম info@ugc.gov.bd ইমেইল ঠিকানায় পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।