ঢাকা প্রেস,নিজস্ব প্রতিবেদক:-
গাজীপুর বৈষম্য বিরোধী ছাত্রদের কেন্দ্রীয় অনুমোদিত(সদ্য অনুমোদিত) কমিটির উধ্বর্তন সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেন স্টাইলিস গার্মেন্টস চেয়ারম্যান ও ডিবিসি চ্যানেলের পরিচালক সালাউদ্দিন চৌধুরী সাথে।
শুক্রবার সকালে সালাউদ্দিন চৌধুরী নিজ বাসভবনে অনুমোদিত কমিটি সৌজন্য সাক্ষাৎ করেন।এ-সময় বৈষম্য বিরোধী ছাত্রদের অভিনন্দন জানিয়ে ৫ই আগষ্টের পর পরই শিল্প কারখানা পরিদর্শনে যাওয়ায় ও বিভিন্ন শ্রমিক আন্দোলনের ইস্যুতে সহায়তা করায় কৃতজ্ঞতা প্রকাশ করে অর্থনীতিরে রক্ষায় সকলকে মনোযোগী হওয়ার কথা আলোচনা হয়। এসময় জুলাইয়ের গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতি আমাদের পুণ্য সমর্থনের কথা স্মরণ করিয়ে দেয়া হয়। সালাউদ্দিন চৌধুরী বলেন আমরা কখনও কোন অন্যায়ের পক্ষে ছিলাম না।দেশের ও কমিউনিটির কল্যাণে স্বার্থহীনভাবে আমরা সকল সরকারের সাথে কাজ করি।এসময় ছাত্ররা শীঘ্রই অর্থনীতি বাঁচাতে কেন্দ্রীয় ভাবে আলাপ আলোচনা করে এ শিল্পকে বাঁচাতে কাজ করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।