নববর্ষে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ছাত্রদল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ এপ্রিল ২০২৫ ০৫:১৩ অপরাহ্ণ   |   ১২০ বার পঠিত
নববর্ষে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ছাত্রদল

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বৈশাখী উপহার বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই আয়োজন করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স।
 

সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের সামনে ৩২ জন শিশু-কিশোরের মাঝে নতুন পোশাক, চকলেট, খাতা-কলম এবং জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।
 

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। আয়োজক মিনহাজ আহমেদ প্রিন্স বলেন, “পহেলা বৈশাখ আমাদের শতবর্ষী সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমি প্রায়ই দেখি কিছু সুবিধাবঞ্চিত শিশু এখানে ঘোরাফেরা করে, যাদের জন্য নেই কোনো উৎসবের আনন্দ। তাই তাদের সঙ্গে নববর্ষের আনন্দ ভাগ করে নিতে এই ক্ষুদ্র প্রয়াস।”
 

তিনি আরও বলেন, “নতুন পোশাক ও শিক্ষা উপকরণ দিয়ে আমরা তাদের মুখে হাসি ফোটাতে চেয়েছি। ভবিষ্যতের একটি ঐক্যবদ্ধ, ইতিবাচক বাংলাদেশের স্বপ্ন থেকেই আমাদের এ আয়োজন।”
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান কবির, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য ইউসুফ ভূঁইয়া নীরব, রাকিব হোসেন, আব্দুল ওহেদ, আজিজুল হাকিম, ইমতিয়াজ আহমেদ রনি, খন্দকার শাহরিয়ার, সানজিদ ইসলাম, সাব্বির হাসান, রাকিবুল ইসলাম, মাহমুদ, তারেকুজ্জামান, প্রান্ত চৌধুরী, নূর রাদিয়া তাহিয়াত, জিল্লুর, নিলয়, তামিম, নাফিস, আকিব, জুবায়ের, নূর, শান্ত, জুনায়েদ, মামুন, মিয়ারাজ, আরিফ, মাহফুজ, শাফিন, সিয়াম, মাহিবি, সানিম, জিহাদ, রতন, রাসেল প্রমুখ।
 

ছাত্রদলের এ উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে উপস্থিত সবার কাছেই।