কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:-
পটুয়াখালীর কলাপাড়ায় এক মৎস্য ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, টাকা ছিনতাই এবং বিবস্ত্র অবস্থায় ভিডিও ধারণের ঘটনায় মামুন মোল্লা নামে শ্রমিক দল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে মহিপুর থানা-পুলিশের একটি দল তাকে নিজ বাসা থেকে আটক করে।
গ্রেপ্তারকৃত মামুন মোল্লা লতাচাপলী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ঘটনাটি ঘটে গত ১৬ মার্চ, উপজেলার মহিপুর থানাধীন আলীপুর বাজার সংলগ্ন থ্রি পয়েন্ট এলাকায়। ভুক্তভোগী মো. মশিউর রহমান মহিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায়, মশিউর রহমান বাউফলের বাসিন্দা এবং পেশায় একজন মৎস্য ব্যবসায়ী। ঘটনার দিন তিনি ব্যবসায়িক কাজ শেষে থ্রি পয়েন্ট এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার হাত-পা বেঁধে জোরপূর্বক আলীপুর টোলপ্লাজা সংলগ্ন একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে ৫-৭ জনের একটি দল মশিউরকে নির্যাতন করে এবং তার কাছ থেকে ১ লাখ ৬০ হাজার টাকা, একটি এটিএম কার্ড ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এটিএম কার্ডের মাধ্যমে ২০ হাজার টাকা এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তার আত্মীয়-স্বজনের কাছ থেকে আরও ৬০ হাজার টাকা তুলে নেয় দুর্বৃত্তরা। নির্যাতনের সময় তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয় এবং একপর্যায়ে উলঙ্গ অবস্থায় অপরিচিত নারীদের ভিডিও কল করতে বাধ্য করা হয়।
ভুক্তভোগী মশিউর রহমান বলেন, ‘আমাকে যে নৃশংসতার শিকার করা হয়েছে, তা সারাজীবনের জন্য ভয় ও লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ বিষয়ে লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান জানান, ‘দলের শৃঙ্খলা পরিপন্থি কোনো কাজের দায়ভার দল নেবে না। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে।’
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।’