"অন্তর্জাল'' সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন সিয়াম আহমেদ
প্রকাশকালঃ
২৪ সেপ্টেম্বর ২০২৩ ০২:০৮ অপরাহ্ণ ২২৩ বার পঠিত
চরকিতে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের ওয়েব সিনেমা পুনর্মিলনে ও প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া দীপংকর দীপনের অন্তর্জাল সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা সিয়াম আহমেদ
‘পুনর্মিলনে’তে অন্তু নামের এক তরুণের চরিত্রে অভিনয় করেছেন সিয়াম। ‘অন্তর্জাল’ সিনেমায় তাঁকে পাওয়া গেছেন তরুণ প্রোগ্রামার লুমিন চরিত্রে। ‘দুই সিনেমার শুটিং শেষে চরিত্র ও সিনেমা নিয়ে আমার একটা পর্যবেক্ষণ ছিল। মুক্তির পর দেখলাম, আমার পর্যবেক্ষণের সঙ্গে দর্শকের পছন্দ-অপছন্দ মিলে যাচ্ছে। এখন মনে হচ্ছে, ছবি দুটির কাজ নিয়ে আমরা সঠিক জায়গায় ছিলাম,’ গতকাল রোববার দেওয়া সাক্ষাৎকারে এভাবেই বললেন সিয়াম।
এক দিনের ব্যবধানে দুই মাধ্যমে দুই সিনেমা মুক্তিতে দর্শক–আগ্রহে ছেদ পড়ছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘একধরনের একটা শঙ্কা ছিল। তবে মুক্তির পর সেই টেনশন কেটে গেছে।’ পুনর্মিলনে দেখে অনেক দর্শক ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন সিয়ামকে। তাঁর ভাষ্যে, অনেকে আবেগতাড়িত হয়ে পড়েছেন। সিয়াম তাঁর কাছে পাঠানো খুদে বার্তার প্রসঙ্গ টেনে বললেন, ‘পরিচালকের মাধ্যমে নম্বর সংগ্রহ করে একজন খুদে বার্তা পাঠান। লিখেছেন, দুই সপ্তাহ আগে তাঁর আপন বোন মারা গেছে। ‘পুনর্মিলনে’ সিনেমার শেষ দৃশ্যে তিনি কেঁদেছেন। দেশে থাকা কাজিনদের কথাও মনে পড়েছে।’ এ রকম আরও কয়েকটি খুদে বার্তা পেয়েছেন। জানালেন, একটি গল্প দর্শককে এভাবে ইমোশনালি কানেক্ট করতে পারাটাই সবচেয়ে বড় সার্থকতা।
‘অন্তর্জাল’ নতুন গল্প, নতুন অভিজ্ঞতা
‘পোড়ামন ২’ দিয়ে চলচ্চিত্রযাত্রা শুরু সিয়ামের। এ পর্যন্ত যতগুলো ছবিতে কাজ করেছেন, সব ছবি থেকে এটির অভিজ্ঞতা একেবারে নতুন। ‘অন্তর্জাল’ ছবিটি করতে গিয়ে তথ্যপ্রযুক্তির নতুন নতুন টার্মের সঙ্গে তাঁকে পরিচিত হতে হয়েছে।
সিয়াম বলেন, ‘আমি কখনোই শুটিংয়ের আগে লোকেশন দেখতে যাইনি। এই ছবির গল্পে রাজশাহীতে আমার যে বাড়ি দেখানো হয়েছে, শুটিংয়ের আগে সেখানে গিয়েছি, থেকেছি। ওখানে সত্যিকারের প্রোগ্রামারদের সঙ্গে মিশেছি। একজন প্রোগ্রামার হয়ে ওঠার জন্য তথ্যপ্রযুক্তির খুঁটিনাটি অনেক কিছুই আয়ত্তে আনতে হয়েছে। ছবিটি আমার জন্য অনেক বড় অভিজ্ঞতার ফসল। এর আগে কোনো ছবিতেই এতটা সময় দিতে হয়নি। ছবিটি মুক্তির পর সেই ঘামের, শ্রমের ফল পাচ্ছি।’
আছে কাজের ভিন্নতা
২০১২ সালে নাটক দিয়ে সিয়ামের পেশাদার অভিনয়ের শুরু। ‘পোড়ামন ২’ দিয়ে ছয় বছরের মাথায় বড় পর্দায় অভিষেক হয়। এ পর্যন্ত ১১টি ছবিতে অভিনয় করেছেন তিনি। প্রথম ছবিতেই আলোচনায় আসেন। একের পর এক ছবিতে অভিনয় করেছেন। তবে একটি ছবি থেকে আরেকটিতে গল্পের ভিন্নতা যেমন ছিল, তেমনি ছিল চরিত্রেরও। প্রথম ছবিতে অভিনয় দিয়ে আলোচনায় আসার পর সিয়ামকে কেউ কেউ রোমান্টিক নায়ক হিসেবেই দেখতে চাইলেও সে পথে হাঁটেননি তিনি।
সিয়াম বললেন, ‘চলচ্চিত্রের অনেকেই আমাকে বলেছিলেন, রোমান্টিক ধাঁচে দর্শকের বেশি পছন্দ, তাই এই ধাঁচে আমার বেশি এক্সপ্লোর করা দরকার। কিন্তু আমার মনে হয়েছিল, একই ধাঁচের বেশি কাজ করে ফেললে মানুষের কাছে একঘেয়েমি হওয়ার শঙ্কা আছে। আমি চেয়েছিলাম এক জায়গায় নিজেকে আটকে রাখব না। দর্শকের জন্য নিজেকে ভাঙা–গড়ার মধ্যে রাখতে হবে।’
পাঁচ বছরে যেখানে দেখতে চেয়েছিলেন
চলচ্চিত্রের পাঁচ বছরের সময়কালে সিয়াম পছন্দের গল্প আর চরিত্রে কাজ করেছেন। তবে লক্ষ্য কেমন ছিল? নিজেকে কেমন দেখতে চেয়েছিলেন, এমন প্রসঙ্গ উঠতেই সিয়ামের মন্তব্য, ‘সিনেমায় আমি কখনোই লম্বা কোনো পরিকল্পনা করিনি। যখন যে কাজ হাতে নিয়েছি, সেটি নিয়েই ভেবেছি। আগামী নিয়ে ভাবিনি, ভাবা হয়নি।’ কথায়-কথায় সিয়াম বলেন, ‘লম্বা পরিকল্পনা করলাম ঠিকই কিন্তু অনেক কিছুই তো আমার হাতে থাকে না। কারণ, আমাকে নিয়ে একটা ছবি বানানো হলো কিন্তু ছবিটি পরিবেশনার অভাব বা সম্পাদনার টেবিল বা মিউজিকের কারণে মার খেল, তখন তো প্রত্যাশা পূরণ হয় না। মন খারাপ হয়ে যায়। সে কারণে যখন যে কাজ করি, শুধু সেটি নিয়েই ভাবি।’
গত পাঁচ বছরে একাধিক ছবি মুক্তি পেয়েছে সিয়ামের। কোনো ছবি দর্শকের আলোচনায় ছিল আবার কোনো ছবি দর্শকের অভাবে প্রেক্ষাগৃহ থেকে নেমে গেছে। তবে সিয়াম মনে করেন, গত পাঁচ বছরে চলচ্চিত্রে অভিনয় করে যা পেয়েছেন, তা–ই তাঁর জীবনে শ্রেষ্ঠ পাওয়া। কাজ দিয়ে একদিকে যেমন দর্শকের মন জয় করতে পেরেছেন, অন্যদিকে দর্শক, সমালোচকের বিচারে জাতীয় পুরস্কার, মেরিল–প্রথম আলো পুরস্কারসহ নামীদামি অনেক পুরস্কার ঘরে তুলেছেন।
এবার থাকবে বিরতি
চলচ্চিত্রে অভিনয় শুরুর পর থেকে প্রতিবছরই কোনো না কোনো ছবি মুক্তি পায় সিয়ামের। তবে এবার নতুন সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা। বিরতি দিতে চান। আগামী ঈদুল ফিতরের আগে মাত্র একটি ছবিই করবেন তিনি। সিয়াম বলেন, ‘অনেক সময় নিয়ে একটা কাজ করব। ঈদুল ফিতরের আগপর্যন্ত এই কাজই করব। গল্প, চিত্রনাট্য হাতে এসেছে। ছবির নাম এখনই বলতে চাইছি না। প্রস্তুতি চলছে।’
সিয়াম জানিয়েছেন, ‘প্রতিপক্ষ’ নামে তাঁর প্রথম কলকাতার ছবিটি মুক্তির প্রস্তুতি চলছে। বললেন, ‘শুটিং, ডাবিংসহ সব কাজই শেষ হয়েছে। যতটুকু শুনেছি, চলতি বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে।’