কুড়িগ্রামে গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ জুন ২০২৪ ০২:৫৭ অপরাহ্ণ   |   ৬২৩ বার পঠিত
কুড়িগ্রামে গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

ঢাকা প্রেসঃ
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার অভিযোগে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার এক গ্রামবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের নাম রহিমা বেগম (২৪)। তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।

অভিযুক্ত স্বামী রহিমুল ইসলাম (৩০) ওই গ্রামেরই বাসিন্দা।

ঘটনা রোববার (৯ জুন) রাত ৮ টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের রোশন শিমুলবাড়ি গ্রামের আছিয়ার বাজার এলাকায় ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রহিমুল ইসলাম পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর চুলের মুটি ধরে ঘরের কংক্রিটের খুঁটিতে মাথা ঠুকতে থাকেন। এতে রহিমার কপাল ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রহিমার মৃত্যু হয়।

ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রহিমুল ইসলামকে গ্রেপ্তার করে ফুলবাড়ী থানা পুলিশ।

নিহতের পিতা রফিকুল ইসলাম ঘটনায় মামলা করেছেন।

পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।