রবীন্দ্রজয়ন্তী: নৃত্য, গান ও আবৃত্তিতে কবিগুরুর জন্মদিন পালন

প্রকাশকালঃ ০৯ মে ২০২৪ ১১:৪৩ পূর্বাহ্ণ ৬৬৬ বার পঠিত
রবীন্দ্রজয়ন্তী: নৃত্য, গান ও আবৃত্তিতে কবিগুরুর জন্মদিন পালন

ঢাকা প্রেসঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিন উদযাপন করা হয়েছে। বুধবার সকালে জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিনে প্রদীপ প্রজ্জ্বলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়। এরপর স্মরণ করা হয় সদ্যপ্রয়াত রবীন্দ্রসংগীত শিল্পী সাদী মহম্মদকে।


আলোচনা সভা:

  • প্রতিপাদ্য: সোনার বাংলার স্বপ্ন ও বাস্তবতা: রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু
  • প্রধান অতিथि: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
  • স্বাগত বক্তা: শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাহ আজম, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ
  • স্মারক বক্তা: সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার
  • সভাপতি: সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান

    সাংস্কৃতিক অনুষ্ঠান:
  • সমবেত সংগীত: হে নূতন দেখা দিল আর বার (রবীন্দ্র বিশ্ববিদ্যালয়)
  • কবিতা আবৃত্তি: ভাস্বর বন্দ্যোপাধ্যায়
  • সমবেত সংগীত: ও আমার দেশের মাটি (রবীন্দ্র বিশ্ববিদ্যালয়)
  • নৃত্যনাট্য: বাংলাদেশ শিশু একাডেমির শিল্পীরা
  • গান ও কবিতা: সামিউল ইসলাম পুলক ও মাহনাজ করিম হোসেন
  • একক সংগীত: বরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা
  • নৃত্যালেখ্য: রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধু (বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যদল)

           অন্যান্য অনুষ্ঠান:

  • জাতীয় রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা: শিল্পকলার সংগীত ও নৃত্যকলা ভবনে
  • রবীন্দ্র উৎসব: ছায়ানট মিলনায়তনে (দুই দিনব্যাপী)
  • আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি প্রাঙ্গণে (দুই দিনব্যাপী)
     
  • স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার বক্তব্যে বলেন, রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধুর দর্শনের কেন্দ্রে ছিল বাঙালি জাতিসত্তা, আত্মপরিচয় এবং আত্মমর্যাদা।
  • বিশ্বময় সংস্কৃতিচর্চার প্রত্যয়ে রবীন্দ্রজয়ন্তী উদযাপ।