পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন-২০২৫ 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫২ অপরাহ্ণ   |   ৮৭ বার পঠিত
পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন-২০২৫ 

শিক্ষা ও সংস্কৃতি বার্তা:-

 

নগরীর ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ে পবিত্র  ঈদে মিলাদুন্নবী(সাঃ)-২০২৫ উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

 


 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাইফুদ্দিন খালেদ, পরিচালনা কমিটির সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আলী আহমেদ। 


এছাড়া অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র পরিষদ সদস্যদের মধ্যে আবদুল হাই, মোঃ নাজমুল হুদা, মোঃ আলী নূর,আবুল খায়ের, মোঃ ইদ্রিচ, মোঃ বেলাল ,রফিকুল ইসলাম মোরশেদ এবং বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা মন্ডলী,,অভিভাবক মন্ডলী,ছাত্র-ছাত্রী বৃন্দ , স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।


 


 

বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মিলাদ মাহফিল, বিশেষ দোয়া মোনাজাত এবং হাম - নাতে রাসুল ক্বেরাত, গজল ধর্মীয় সূরা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা এবং শেষে তবারুক বিচরণের মাধ্যমে সম্পন্ন হয়।