চারঘাটে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ মার্চ ২০২৫ ০৩:২৪ অপরাহ্ণ   |   ১৫৪ বার পঠিত
চারঘাটে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী):-



“তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে” এই প্রতিবাদ্য বিষয়ক সামনে রেখে রাজশাহীর চারঘাটে ও এদিবসটি উপলক্ষে জাতীয় ভোটার দিবস পালিত হয়।


 



রবিবার (২রা মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নিবার্চন অধিদপ্তর আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মিলিত হয়ে আলোচনা সভা ও ভোটার সেবা কার্যক্রম বিষয়ে দিক-নিদের্শনা পরিচালনা করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নিবার্চন কর্মকর্তা মুহাম্মাদ রায়হান কুদ্দুস।এসময় অন্যাদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আরিফ হোসেন,চারঘাট মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল খালেক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী জেলার সহ-সভাপতি ও চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু সহ নির্বাচন অফিসের সরকারী কর্মকর্তা,শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।