বগুড়ার কাহালুতে যুবদল নেতা রাহুলকে কুপিয়ে হত্যা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৫৪ অপরাহ্ণ   |   ৪৩ বার পঠিত
বগুড়ার কাহালুতে যুবদল নেতা রাহুলকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি:-

 

বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাহুল সরকার (৩০)।
 

নিহত রাহুলের বাড়ি শাজাহানপুর উপজেলার কৈগাড়ী পাড়া এলাকায়। তিনি মৃত সোবহান সরকারের ছেলে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে রাহুল তার লিজকৃত পুকুরে হুইল বরশি দিয়ে মাছ ধরছিলেন। এসময় একদল সন্ত্রাসী হঠাৎ করে তাকে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনি পুকুরপাড়ের একটি বাড়িতে আশ্রয় নিতে গেলে সন্ত্রাসীরা সেখানেই প্রবেশ করে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 

ঘটনার সময় বাড়ির মালিক মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। বাড়িতে থাকা এক বৃদ্ধা নারী চিৎকার করলে লোকজন দৌড়ে আসে, তবে তার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। ওই বৃদ্ধা জানান, তিনি কাউকে চিনতে পারেননি।