এনসিপির উদ্যোগে কুড়িগ্রাম সদর হাসপাতালে হুইলচেয়ার ও বালিশ বিতরণ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ আগu ২০২৫ ০৮:১৭ অপরাহ্ণ   |   ৩২ বার পঠিত
এনসিপির উদ্যোগে কুড়িগ্রাম সদর হাসপাতালে হুইলচেয়ার ও বালিশ বিতরণ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামে এনসিপির উদ্যোগে সদর হাসপাতালে গরীব ও অমহায় রোগীদের জন্য হুইলচেয়ার ও বালিশ বিতরণ করা হয়েছে। 
 

সোমবার সকাল ১০টায় ২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ২০টি বালিশ ও ২টি হুইলচেয়ার হাসপাতালের তত্ত্বাবধায়ককে হস্তান্তর করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।
 

ড. আতিক মুজাহিদ বলেন, "কয়েকদিন আগে হাসপাতালে দেখি কিছু রোগী বালিশের পরিবর্তে গামলায় মাথা দিয়ে ঘুমাচ্ছে। এছাড়া বয়স্ক রোগীকে কোলে করে নিয়ে যেতে হয়। তাই গরীব ও অসহায় রোগীদের জন্য হুইলচেয়ার ও বালিশের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছি।"
 

এ সময় উপস্থিত ছিলেন-হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ আহমেদ, আরএমও ডা. কামাল আহমেদ, এনসিপির জেলা প্রধান সমন্বয়ক মুকুল মিয়া, ডা. মাসুদ ও অন্যান্য এনসিপির সদস্যরা।