খাগড়াছড়ির লক্ষীছড়িতে তরুণী ধর্ষণের অভিযোগে দুইজন গ্রেফতার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ মে ২০২৫ ০৯:৩৪ অপরাহ্ণ   |   ৮৬ বার পঠিত
খাগড়াছড়ির লক্ষীছড়িতে তরুণী ধর্ষণের অভিযোগে দুইজন গ্রেফতার

রায়হাদ আলী জিশান,লক্ষীছড়ি প্রতিনিধি:-

 

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় ১৮ বছর বয়সী এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ১ মে বৃহস্পতিবার সকালে, যখন ভিকটিম গোসল ও কাপড় ধোয়ার জন্য ঘরের সামনে খালের পাশে যান।

 

লক্ষীছড়ি থানা সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে রাস্তার নিচের ধুরুং খালে যাওয়ার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুই ব্যক্তি ভিকটিমের মুখ চেপে ধরে গাছের আড়ালে নিয়ে যায়। সেখানে একে একে দুইজন তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে এবং একে অপরের ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে।

 

ভিকটিম বিষয়টি জানাজানি হলে থানায় এসে অভিযোগ দায়ের করেন। পরে লক্ষীছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ধারা ৯ (৩) এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ধারা ৮ (১)/৮ (২) অনুযায়ী মামলা (মামলা নং-০১, তারিখ-০২/০৫/২০২৫) রুজু করা হয়।

পরে লক্ষীছড়ি থানার অফিসার ইনচার্জ মো. খালেদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। মাত্র ৩ ঘণ্টার মধ্যে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন: ১. মো. মাফিজুল ইসলাম (৩১), পিতা- মনিরুল ইসলাম, মাতা- মাফুজা বেগম, সাং- জুর্গাছড়ি। ২. আবু তালেব গাজী (২৮), পিতা- হামিদুল গাজী, মাতা- তাসলিমা গাজী, সাং- গুচ্ছগ্রাম, লক্ষীছড়ি।

 

পুলিশ জানায়, গ্রেফতারের পর ভিকটিম আসামিদের শনাক্ত করেছেন এবং আসামিরাও প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের অপরাধের কথা স্বীকার করেছেন। বর্তমানে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

ঘটনার ভয়াবহতা ও সামাজিক অবক্ষয়ের প্রতিচ্ছবি হিসেবে স্থানীয়রা প্রশাসনের কঠোর পদক্ষেপ এবং দ্রুত বিচার কার্যক্রমের দাবি জানিয়েছেন।