মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল এখন ঢাকায়

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১২:০০ অপরাহ্ণ   |   ৩৩৫ বার পঠিত
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল এখন ঢাকায়

ঢাকায় এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

২০২৪ সালের ফেব্রুয়ারী মাসের ২৪ তারিখে ঢাকায় পৌঁছে।এটি ছিল ছয় সদস্যের একটি দল যা কংগ্রেসের সদস্যদের নিয়ে গঠিত।দলটির প্রতিনিধিরা হলেন, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ডিরেক্টর এলিন লাউবাকের, ইউএসএআইডির এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল শিফার এবং ডিপার্টমেন্ট অফ স্টেটের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার।

 

দলটি বাংলাদেশের সরকারি কর্মকর্তা, বিরোধী দলের নেতা, ব্যবসায়ী এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক করে।বৈঠক গুলোতে বাংলাদেশ-মার্কিন সম্পর্ক, মানবাধিকার, গণতন্ত্র, অর্থনীতি এবং ভ্রমণ সহ বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে।