বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের শাহবাগ থানায় নেওয়া হচ্ছে।
এর আগে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে ‘মঞ্চ ৭১’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের, তবে তিনি শেষ পর্যন্ত আসেননি।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ করেন—“দেশের সংবিধানকে ছুড়ে ফেলার চেষ্টা চলছে। এর পেছনে রয়েছে জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে তাঁরা মুক্তিযোদ্ধাদের অপমান করছে।”
তার বক্তব্য শেষ হতেই নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া ২০-২৫ জন যুবক মিছিলসহ মিলনায়তনে প্রবেশ করে স্লোগান দিতে শুরু করেন— “জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার”, “লীগ ধর, জেলে ভর”, “জুলাইয়ের যোদ্ধারা এক হও লড়াই করো।”
পরে তাঁরা গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলেন এবং উপস্থিত বক্তাদের অবরুদ্ধ করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা লতিফ সিদ্দিকী ও অধ্যাপক হাফিজুর রহমানসহ অন্তত ১৫ জনকে পুলিশের হাতে তুলে দেয়।