সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৮২

প্রকাশকালঃ ২০ মার্চ ২০২৩ ০৬:৫০ অপরাহ্ণ ২৭০ বার পঠিত
সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৮২

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের (বিজেএসসি) অধীন সহকারী জজ নিয়োগের ষোড়শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৮২ জন।

 

পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ষোড়শ বিজেএস পরীক্ষায় প্রিলিমিনারিতে ১ হাজার ৮২ জন উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হয়েছেন। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলে কোনো ধরনের ত্রুটি পরিলক্ষিত হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

১৮ মার্চ রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী কলেজ ও হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিলেন ৫ হাজার ৬০০ জন।

 

ষোড়শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে (১৬০০ বিজেএস) এবার নিয়োগ পাবেন ১০০ জন। তবে পদসংখ্যা বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। এ পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ৩০ হাজার ৯৩৫ থেকে ৬৪ হাজার ৪৩০ টাকা।