গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমিয়ে ১০ শতাংশ: রিজওয়ানা হাসান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ এপ্রিল ২০২৫ ০৬:৪১ অপরাহ্ণ   |   ১১০ বার পঠিত
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমিয়ে ১০ শতাংশ: রিজওয়ানা হাসান

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

গ্রামীণ ব্যাংক অধ্যাদেশে সংশোধনী এনে ব্যাংকে সরকারের মালিকানা ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে সরকার। এতে করে ব্যাংকের সুবিধাভোগীদের মালিকানা বৃদ্ধি পেয়ে ৯০ শতাংশে উন্নীত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
 

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, অর্থনৈতিক অপরাধ বা ফিন্যান্সিয়াল ক্রাইমের সঙ্গে জড়িত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে এবং প্রাথমিক প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
 

রিজওয়ানা হাসান বলেন, "ব্যাংকিং খাত ও কর্পোরেট সেক্টরে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ‘ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ’ পাস করা হয়েছে। এর মাধ্যমে আমানতকারীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন সাধারণ আমানতকারীরা ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য বাংলাদেশ ব্যাংককে হস্তক্ষেপের (ইন্টারভেনশনের) স্পষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে।"
 

তিনি আরও জানান, দেওয়ানী মামলার আইন ‘দ্য কোড অব সিভিল প্রসিডিউর, ১৯০৮ (সিপিসি)’-এ আধুনিকায়নের লক্ষ্যে একাধিক সংশোধনী আনা হয়েছে। এর মধ্যে রয়েছে— মামলার সময় সীমাবদ্ধতা, পূর্ণ ও আংশিক শুনানির সংখ্যা নির্ধারণ, এবং সমন জারির প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার। এখন থেকে সমন জারি টেলিফোন, এসএমএস ও আধুনিক ডিভাইসের মাধ্যমে সম্ভব হবে।
 

মিথ্যা ও হয়রানিমূলক মামলার ক্ষেত্রে পূর্বে জরিমানার পরিমাণ ছিল ২০ হাজার টাকা, যা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।
 

সংবাদ সম্মেলনে রিজওয়ানা হাসান আরও জানান, অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিকভাবে প্রচলিত দুটি আইনের মধ্যে একটি অনুস্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।