বিপিএলের ব্যস্ততা শেষ হতেই শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজ খেলতে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। ম্যাচটি হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
সিলেট স্টেডিয়াম ঘেসেই আছে সবুজে ঘেরা চা বাগান। শিরোপা উন্মোচনের জন্য সিলেটের ঐতিহ্য চা বাগান বেছে নেওয়া হয়। সেখানে বাংলাদেশ জাতীয় দলের নতুন নেতৃত্বভার পাওয়া নাজমুল হোসেন শান্ত ও শ্রীলঙ্কার দলের টি-২০ অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা শিরোপা উন্মোচন করেন।
উল্লেখ্য, দুই ম্যাচের নিষেধাজ্ঞায় থাকায় প্রথম দুটি টি-টোয়েন্টি খেলতে পারবেন না তিনি। তার অবর্তমানে অধিনায়কত্ব করবেন চারিথ আসালাঙ্কা।
তিন টি-টোয়েন্টি ছাড়াও সমান সংখ্যক ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচই হবে সিলেট ও চট্টগ্রামে। এই প্রথম কোনো পূর্ণাঙ্গ সিরিজের ম্যাচ গড়াবে না মিরপুরে। ২০০৬ সালে আন্তর্জাতিক স্টেডিয়াম হিসেবে শের-ই-বাংলা স্টেডিয়ামের যাত্রা শুরু হয়েছিল।
সিরিজের প্রথমে হবে টি-টোয়েন্টি। ফরম্যাটটিতে আগামী ৪, ৬ ও ৯ মার্চ যথাক্রমে তিনটি ম্যাচ হবে সিলেটে। এরপর তিনটি ওয়ানডে খেলতে দু’দল চট্টগ্রামে উড়াল দেবে। ৫০ ওভারের ম্যাচগুলো হবে যথাক্রমে ১৩, ১৫ ও ১৮ মার্চ। শেষদিকে টেস্ট ফরম্যাটের ম্যাচগুলো ভাগ করে অনুষ্ঠিত হবে সিলেট ও চট্টগ্রামে। ২২-২৬ মার্চ প্রথম টেস্ট হবে সিলেটে। এরপর ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে।