শিল্পকলার সাত মিলনায়তনের নতুন নাম ঘোষণা

প্রকাশকালঃ ২১ ডিসেম্বর ২০২৪ ০৪:২২ অপরাহ্ণ ০ বার পঠিত
শিল্পকলার সাত মিলনায়তনের নতুন নাম ঘোষণা

ঢাকা প্রেস নিউজ
 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাতটি মিলনায়তনের নতুন নাম চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তনের নাম ইতোমধ্যে ঘোষণা করেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।
 

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নাট্যশালায় এক অনুষ্ঠানে এই নামকরণের তথ্য জানান তিনি।
 

তিনি বলেন, এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের নামকরণ করা হয়েছে সেলিম আল দীন নাট্যালয়, স্টুডিও থিয়েটার হলের নাম দেওয়া হয়েছে চন্দ্রাবতী নাট্যালয় এবং জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনের নাম রাখা হয়েছে আলাওল নাট্যালয়।
 

এদিন সন্ধ্যায়, শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এক্সপেরিমেন্টাল হলে অনুষ্ঠিত হয় স্ট্যান্ডআপ কমেডি 'জোকের রাজনীতি'। এই অনুষ্ঠানে নাট্যশালার তিনটি মিলনায়তনের নাম ঘোষণা করা হয়।
 

শিল্পকলা একাডেমি জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে নামকরণের তারিখ সম্পর্কে পরে জানানো হবে। শুধু জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তন নয়, চারুকলা ভবন এবং সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা ভবনের আরও চারটি মিলনায়তনের নামও চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা ভবনের একটি মিলনায়তন এবং নির্মাণাধীন আরেকটি মিলনায়তনের নামকরণ করা হয়েছে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁ এবং মরমী সাধক শাহ আবদুল করিমের নামে।
 

এছাড়া, চারুকলা ভবনের একটি মিলনায়তন এবং নির্মাণাধীন আরেকটি মিলনায়তনের নামকরণ করা হয়েছে চিত্রশিল্পী এস এম সুলতান ও ভাস্কর নভেরা আহমেদের নামে।
 

১৮ ডিসেম্বর শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের সভায় এই নতুন নামকরণ অনুমোদন পেয়েছে। শিল্পকলা একাডেমি এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে এসব নাম ঘোষণা করবে।