ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ফয়জার রহমান নামে এক ব্যক্তির লাশ দাফনের ৪৪ দিন পর আদালতের নির্দেশে উত্তোলন করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম ও ভূরুঙ্গামারী থানা পুলিশের উপস্থিতিতে রবিবার সকালে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের গনাইরকুটি গ্রাম থেকে লাশটি উত্তোলন করা হয়। ময়না তদন্তের জন্য লাশটি কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গত ১৮ এপ্রিল জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ফয়জার রহমান আহত হন। চিকিৎসার পর বাড়ি ফিরে ৫ দিন পর ২৫ এপ্রিল তিনি মারা যান। ১ মে নিহতের ছেলে হাফিজুর রহমান হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলার তদন্তের জন্য লাশ উত্তোলনের নির্দেশ দেয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানিয়েছেন, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভূরুঙ্গামারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম বলেছেন, আদালতের নির্দেশ মতো লাশ উত্তোলন করা হয়েছে।