গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪০

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:১৩ অপরাহ্ণ   |   ৭৯ বার পঠিত
গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪০

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকাল ৯টার দিকে আস্তমা ও কামরুপদলং গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা চলা এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।
 

গুরুতর আহত দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, আর অন্যদের সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার গরুর ধান খাওয়া নিয়ে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। তারই জের ধরে সকালে বাকবিতণ্ডা শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়।
 

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, সংঘর্ষে আহত বেশ কয়েকজন চিকিৎসার জন্য হাসপাতালে এসেছেন, তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।
 

এ বিষয়ে ওসি আকরাম আলী আরও বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”