মুরাদনগরে অতিরিক্ত ভাড়া ও যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৮:১৩ অপরাহ্ণ   |   ৭৩ বার পঠিত
মুরাদনগরে অতিরিক্ত ভাড়া ও যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

মুরাদনগর, ৪ এপ্রিল ২০২৫:
উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও BRTA কুমিল্লার যৌথ উদ্যোগে আজ মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

 

অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়, অবৈধ পার্কিং ও যানজট সৃষ্টি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা হয়। হাইওয়ের ওপর অবৈধভাবে স্থাপিত বাজার ও সিএনজি-অটোরিকশা সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয় এবং অবৈধ পার্কিং অপসারণ করা হয়।

 

BRTA নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৩৪ ধারা লঙ্ঘনের অভিযোগে ৮০ ধারায় দুটি মামলায় মোট ১৫,০০০ টাকা জরিমানা করা হয়।

 

জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।