অবশেষে চাকসুর তফসিল ঘোষণা, ভোট ১২ অক্টোবর

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ আগu ২০২৫ ০৫:০৯ অপরাহ্ণ   |   ৪৫ বার পঠিত
অবশেষে চাকসুর তফসিল ঘোষণা, ভোট ১২ অক্টোবর

দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ অক্টোবর, রোববার অনুষ্ঠিত হবে এই নির্বাচন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
 

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ১৪ ও ১৫ সেপ্টেম্বর। জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর। প্রার্থিতা যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর এবং ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এরপর ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
 

চাকসু নির্বাচনে ভোটার হিসেবে রয়েছেন মোট ২৫ হাজার ৭৫২ জন শিক্ষার্থী। নির্বাচন পরিচালনার দায়িত্বে আছেন ১১ সদস্যের কমিশন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মনির উদ্দিন। তার সঙ্গে রয়েছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মু. আফর উল্লাহ তালুকদার, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীব, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ এবং অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ।
 

তফসিল ঘোষণার অনুষ্ঠান সঞ্চালনা করেন শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট ও কমিশনের সদস্যসচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী। তিনি জানান, ইতিমধ্যে ৫৪টি বিভাগের খসড়া ভোটার তালিকা পাওয়া গেছে, যেখানে অন্তর্ভুক্ত রয়েছে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষার্থী। পাশাপাশি ১৪টি হলে হল সংসদ নির্বাচনও হবে। বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগ অনলাইনে সব তথ্য প্রকাশ করবে এবং কমিশন প্রাপ্ত গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন সম্পন্ন করবে।
 

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “আজ আমরা নির্বাচনের প্রথম ধাপ হিসেবে তফসিল ঘোষণা করেছি। আমাদের কমিশনে ডিন, প্রভোস্ট, ছাত্র উপদেষ্টা, চাকসু পরিচালকসহ সবার সমন্বয় রয়েছে। খসড়া ভোটার তালিকা যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর মনোনয়ন জমা, প্রাথমিক প্রার্থী তালিকা ও প্রত্যাহারের ধাপ সম্পন্ন করে চূড়ান্ত প্রার্থী তালিকা দেওয়া হবে।”
 

তিনি আরও জানান, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকায় শিক্ষার্থীরা ফেরার পর অক্টোবরের শুরুতে ভোটের দিন নির্ধারণ করা হয়েছে।
 

তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহুয়া আকতার ও উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। চাকসু কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী।
 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবার কেন্দ্রীয় চাকসুর পাশাপাশি সবগুলো হলে অনুষ্ঠিত হবে হল সংসদ নির্বাচনও।
 

উল্লেখ্য, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৯৭০ সালে প্রথম চাকসু নির্বাচন হয়। নিয়ম অনুযায়ী প্রতিবছর নির্বাচন হওয়ার কথা থাকলেও এতদিনে মাত্র ছয়বার ভোট অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।