ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন (ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-
কক্সবাজারের টেকনাফে স্থানীয়দের ৪টি গরু বিজিবি কর্তৃক যাচাই-বাছাই ছাড়াই ধরে নিয়ে যাওয়ার ঘটনায় প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা সমাবেশ শেষে প্রায় তিন ঘণ্টা প্রধান সড়ক অবরোধ করে রাখেন, ফলে দূর-দূরান্তের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
এ ঘটনা ঘটে ২৩ ডিসেম্বর সোমবার সকাল ১০টায়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের পর স্থানীয়রা সড়ক অবরোধ করেন। কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর সড়ক অবরোধ মুক্ত হয়।
জানা গেছে, ১৫ ডিসেম্বর হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার কৃষক আব্দুর রহিম, ফজল করিম, ছালেহা বেগম, ছেনুয়ারা বেগম তাদের ৪টি গরু প্রতিদিনের মতো সীমান্তে চড়াতে যান। তবে সেখান থেকে কোনো যাচাই-বাছাই না করেই হোয়াইক্যং বিওপির সদস্যরা গরুগুলো ধরে নিয়ে যান।
গরুর মালিকরা এ বিষয়ে স্থানীয় হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীকে লিখিতভাবে জানালে তিনি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তোলেন। তবে বিওপি থেকে শুরু করে ব্যাটালিয়ন পর্যন্ত যোগাযোগ করেও কৃষক-কৃষাণীদের গরু ফেরত পাওয়া যায়নি। উল্টো তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হন, যা তাদের হতাশ করে তোলে।
প্রতিবাদস্বরূপ সকাল ১০টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের পর সড়ক অবরোধ করেন স্থানীয়রা। তিন ঘণ্টা পর স্থানীয় প্রশাসনের আশ্বস্ত করার মাধ্যমে সড়ক অবরোধ মুক্ত হয়ে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।