লালমনিরহাটের হাতীবান্ধায় ক্লিনিকের স্ক্রিনে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ফিরবে’

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ জানুয়ারি ২০২৫ ০১:২৩ অপরাহ্ণ   |   ৬৫০ বার পঠিত
লালমনিরহাটের হাতীবান্ধায় ক্লিনিকের স্ক্রিনে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ফিরবে’

ঢাকা প্রেস
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:-


লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার একটি ক্লিনিকে ছাত্রলীগের নামে বিতর্কিত বার্তা প্রদর্শনের ঘটনা ঘটেছে।

 

রোববার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে মেডিকেল মোড় এলাকায় অবস্থিত হাতীবান্ধা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের ডিজিটাল সাইনবোর্ডে ‘আবার ফিরবে ছাত্রলীগ, জয়বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখা একটি বার্তা স্ক্রল করে প্রদর্শিত হতে থাকে।
 

জানা যায়, ক্লিনিকের মূল ফটকের ডিজিটাল ব্যানারে হঠাৎ করেই এই বার্তা স্ক্রল হতে থাকে, যা স্থানীয়দের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। বার্তাটি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে নিয়ে হওয়ায় স্থানীয় জামায়াতে ইসলামী এবং বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং এর তীব্র প্রতিবাদ জানান।
 

এ ঘটনায় হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী জানান, ঘটনাটি নিশ্চিত করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।