রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি আরো এক বছর বাড়িয়েছেন ট্রনি ক্রুস

প্রকাশকালঃ ২২ জুন ২০২৩ ০২:৪৭ অপরাহ্ণ ১৬২ বার পঠিত
রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি আরো এক বছর বাড়িয়েছেন ট্রনি ক্রুস

জার্মানি জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাবে ফুটবলে দাপট দেখিয়ে যাচ্ছেন ট্রনি ক্রুস। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে নিজের চুক্তি আরো এক বছর বাড়িয়েছেন এই মিডফিল্ডার। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত রিয়ালেই থাকবেন তিনি। রিয়ালের হয়ে এখন পর্যন্ত ৪১৮ ম্যাচে খেলেছেন ক্রুস।

সদ্য শেষ হওয়া মৌসুমে লা লিগায় ৩০ ও চ্যাম্পিয়নস লিগে রিয়ালের হয়ে ১২টি ম্যাচ খেলেছেন। তাকে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের প্রাণভোমরা বললেও ভুল হবে না। ২০১৪ সালে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ছেড়ে রিয়ালে যোগ দেন ক্রুস। এখন অবধি ক্লাবের হয়ে ২০টি শিরোপা জিতেছেন তিনি।


৯ মৌসুম রিয়ালের হয়ে খেলে চারটি চ্যাম্পিয়নস লিগ, পাঁচটি ক্লাব বিশ্বকাপ, তিনটি লা লিগা, একটি কোপা দেল রে ও তিনটি স্প্যানিশ সুপা কাপ জেতেন ক্রুস।

গত মৌসুমেও রিয়ালের কোপা দেল রে জেতা ও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল অবধি যাওয়ার পেছনে দারুণ ভূমিকা ছিল ক্রুসের। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসরে ম্যানচেস্টার সিটির কাছে হেরে বিদায় নিতে হয় রিয়ালকে।