কর্ণফুলী টানেলে ভিতরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ৫ জনের অধিক যাত্রী গুরুতর আহত: ২/৩ আশংকা জনক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ অক্টোবর ২০২৫ ০৮:১২ অপরাহ্ণ   |   ৭৩ বার পঠিত
কর্ণফুলী টানেলে ভিতরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ৫ জনের অধিক যাত্রী গুরুতর আহত: ২/৩ আশংকা জনক

চট্টগ্রাম জেলা প্রতিনিধি:-



‎চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভিতরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ৫ জনের অধিক যাত্রী আহত হয়েছে বলে জানা যায়।


‎শনিবার (৪) অক্টোবর দুপুর পৌনে ২টায়‌ কর্ণফুলী টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা আসার পথে এই দুর্ঘটনা ঘটে।


‎জানা যায়,পতেঙ্গা প্রান্ত থেকে যাত্রীবাহী বাসটি আসার সময় গতিবেগ বেশী ছিল। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে যাত্রীদের কয়েকজন রক্তাক্ত অবস্থায় টানেল থেকে বের করা হয়।


‎বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কর্ণফুলী টানেলের টোল ও ট্রাফিকের এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গোলাম সামদানী হিমেল।তিনি জানান,পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারায় যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।এতে বাসে থাকা অনেক যাত্রী আহত হয়।


‎পরে টানেল নিরাপত্তা গাড়ি ও অ্যাম্বুলেন্সে করে তাঁদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।তবে আহতদের মধ্যে কেউ বড় ধরনের আঘাত হয়নি।দুর্ঘটনার কারণে টানেলের ঐ প্রান্তে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে বাসটি সরিয়ে নেওয়ার পর টানেলে স্বাভাবিক যান চলাচল শুরু হয়।


প্রদক্ষ্যদর্শীরা জানিয়েছেন যে, আহতদের অনেকেই দক্ষিণ পতেঙ্গাস্থ ডুরিয়া পাড়ার বাসিন্দা। তাঁরা দুপুরের দিকে রিজার্ভ বাস যোগে আনোয়ারা এলাকায় একটি সামাজিক অনুষ্ঠানে যাওয়ার সময় এই দূর্ঘটনা ঘটে।