যুব বিশ্বকাপের ফাইনালে লাতিন আমেরিকার পরাশক্তি উরুগুয়ে
প্রকাশকালঃ
১০ জুন ২০২৩ ০১:৫২ অপরাহ্ণ ১২২ বার পঠিত
ফেভারিট ব্রাজিলকে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল ইসরায়েল। সেই ইসরায়েলকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লাতিন আমেরিকার পরাশক্তি উরুগুয়ে।
বৃহস্পতিবার রাতে লা প্লাটার দিয়াগো ম্যারাডোনা স্টেডিয়ামে ইসরায়েল-উরুগুয়ে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ম্যাচের ৬১তম মিনিটে উরুগুয়ের হয়ে গোল করেন এন্ডারসন দুরতে।
এই গোলটিই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। এ নিয়ে তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে উরুগুয়ে। ফাইনালে তাদের প্রতিপক্ষ ইতালি। দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইতালি।
উল্লেখ্য, এবারের টুর্নামেন্টটি আয়োজন করার কথা ছিল ইন্দোনেশিয়ার। কিন্তু দেশটিতে ইসরায়েলিদের অংশগ্রহণের প্রতিবাদ শুরু হওয়ায় শেষ মুহূর্তে সেখান থেকে টুর্নামেন্টটি প্রত্যাহার করে আর্জেন্টিনায় নিয়ে যায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামীকাল রবিবারের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।