রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ, বাবাকে হত্যার ঘটনায় মূল আসামি নান্টুসহ গ্রেপ্তার ২

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:২৫ অপরাহ্ণ   |   ১৩১ বার পঠিত
রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ, বাবাকে হত্যার ঘটনায় মূল আসামি নান্টুসহ গ্রেপ্তার ২

রাজশাহী জেলা প্রতিনিধি:-

 

রাজশাহী নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আকরাম আলী (৫২) নামের এক বাসচালককে নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনায় র‍্যাব-৫ এর অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি নান্টু এবং তার সহযোগী খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।
 

শনিবার সকালে র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ পারভেজ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
 

তিনি জানান, গত বুধবার বিকেলে তালাইমারী এলাকায় আকরামের মেয়ে আলফিকে উত্ত্যক্ত করে নান্টু। বিষয়টি জানালে আকরাম আলী প্রতিবাদ করেন এবং নান্টুর বাড়িতে অভিযোগ দেন। পরে রাতে নান্টু ও তার সহযোগীরা আকরামের বড় ছেলে ইমাম হাসানের ওপর হামলা চালায়। ছেলেকে রক্ষা করতে গিয়ে হামলাকারীদের লাঠি, রড ও ইটের আঘাতে গুরুতর আহত হন আকরাম। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

ঘটনার পরদিন আকরামের ছেলে বোয়ালিয়া থানায় নান্টুসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই র‍্যাব অভিযান শুরু করে।
 

শুক্রবার রাতে নওগাঁ সদর উপজেলার রাম রায়পুরাড়া এলাকা থেকে নান্টু ও খোকনকে গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার বিকেলে তালাইমারী এলাকা থেকে রুমেল নামে নান্টুর এক সহযোগীকেও গ্রেপ্তার করে পুলিশ।
 

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের আদালতের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।