৭ সেপ্টেম্বর শাহরুখ খানের ‘জওয়ান’ মুক্তি পাচ্ছে ভারতসহ সারা বিশ্বে

প্রকাশকালঃ ২৮ আগu ২০২৩ ০৪:৫৪ অপরাহ্ণ ১৭৪ বার পঠিত
৭ সেপ্টেম্বর শাহরুখ খানের ‘জওয়ান’ মুক্তি পাচ্ছে ভারতসহ সারা বিশ্বে

ভারতে মুক্তির প্রায় চার মাসের মাথায় ২৫ আগস্ট আমদানিতে বাংলাদেশের মাল্টিপ্লেক্সসহ প্রায় ৩০টি সিঙ্গেল হলে মুক্তি পায় ‘কিসি কা ভাই কিসি কি জান’। কিন্তু মুক্তির প্রথম দিনেই প্রেক্ষাগৃহে মুখ থুবড়ে পড়ে ছবিটি। আমদানিকারকেরা বড় রকমের লোকসানের মুখে পড়েন। 

তাঁরা বলছেন, ভারতে মুক্তির দীর্ঘ সময় পরে বাংলাদেশে মুক্তির কারণে এ সমস্যা হয়েছে। ভারতে মুক্তির সঙ্গে বা কাছাকাছি সময়েও মুক্তি না পেলে ভারতীয় সিনেমা আমদানি করে বাংলাদেশে মুক্তি দিয়ে লাভ হবে না।  

তাই এবার আমদানিতে ‘জওয়ান’ ছবিটি একই সঙ্গে বাংলাদেশে মুক্তির জোর চেষ্টা করছেন আমদানিকারকেরা। আগামী ৭ সেপ্টেম্বর শাহরুখ খানের ‘জওয়ান’ মুক্তি পাচ্ছে ভারতসহ সারা বিশ্বে। একই সঙ্গে বাংলাদেশেও ছবিটি মুক্তি দিতে চান আমাদানিকারকেরা। আজ বাংলাদেশে ছবিটির আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকারের আমদানি-রপ্তানি নীতিমালা কমিটি। ছবিটি বাংলাদেশে আমদানি করছে যৌথভাবে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ।


অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের পক্ষে আমদানিকারক অনন্য মামুন বলেন, ‘আজ রোববার দুপুরে আমদানি-রপ্তানি কমিটি বাংলাদেশে ছবিটি আনার অনুমতি দিয়েছে। তবে কমিটি চায়, যাতে একই সঙ্গে বাংলাদেশে ছবিটি মুক্তি পায়। আমরা এ ব্যাপারে জোর চেষ্টা করছি। তবে কোনো কারণে যদি একই দিনে মুক্তির সমস্যা হয়, তাহলে এক দিন পিছিয়ে বাংলাদেশে ৮ সেপ্টেম্বর “জওয়ান” মুক্তি পাবে।’

এই আমদানিকারক জানান, এখন ছবিটি আনতে আমদানির অনুমতির কাগজ নিয়ে আমদানি ঋণপত্র (এলসি) খুলতে হবে। এখানে সেন্সর বোর্ড দেখাবে ছবিটি। কোনো সমস্যা না থাকলে নির্ধারিত সময়েই বাংলাদেশে মুক্তি পাবে এটি।

বাংলাদেশে ‘জওয়ান’ আমদানির অনুমতির বিষয়টি নিশ্চিত করে কমিটির অন্যতম সদস্য ও চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ বলেন, ‘আমদানি-রপ্তানি নীতিমালা কমিটির আজকের (রোববার) মিটিংয়ে ছবিটি আমদানির অনুমতি দিয়েছে। তবে দুই দেশে একই সঙ্গে মুক্তির বিষয়ে জোর দিয়েছে কমিটি। আমদানিকারকদের সেভাবেই দিকনির্দেশনা দেওয়া হয়েছে।’


তিনি আরও বলেন, ‘আমদানি-রপ্তানি কমিটি বলেছে, এর আগে দুটি ছবি এভাবে এসেছে। কিন্তু ভারতে মুক্তির অনেক পরে এখানে মুক্তির কারণে আমদানিকারক ও হলমালিকদের কোনো লাভ হয়নি। লোকসানের মুখে পড়েছে। “পাঠান” কিছুটা দর্শক দেখলেও “কিসি কা ভাই কিসি কি জান” ওভাবে দেখছেন না দর্শক। ফলে যে উদ্দেশ্যে বিশেষ করে হল বাঁচানোর জন্য আমদানির অনুমতি দেওয়া হয়েছিল, সেটা কাজে আসছে না। সে কারণে কমিটি চায় আমদানির ছবিগুলো দুই দেশে একই সময়ে মুক্তি পাক।’

‘জওয়ান’ আমদানির বিপরীতে ভারতের এসএস আর এন্টারটেইনের কাছে বাংলাদেশ থেকে ‘নবাব এলএলবি’ ছবিটি রপ্তানি করা হয়েছে। জানা গেছে ‘জওয়ান’ বাংলাদেশে আসছে মুম্বাইয়ে পরিবেশক প্রতিষ্ঠান সিনেকন এন্টারটেইনমেন্টের কাছ থেকে।

অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমাটিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন নয়নতারা। এ ছাড়া ছবিতে আছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি প্রমুখ।