সাতক্ষীরার তালা উপজেলার ৯নং খলিশখালী ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ জানুয়ারি ২০২৫ ১২:১৬ অপরাহ্ণ   |   ১৬১ বার পঠিত
সাতক্ষীরার তালা উপজেলার ৯নং খলিশখালী ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

ঢাকা প্রেস
আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধি:-


বৃহস্পতিবার (২৩শে) জানুয়ারি বিকাল ৬টায় বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে সাতক্ষীরা জেলার তালা উপজেলার ৯নং খলিশখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: মহিউদ্দিন খান শ্যামল, সহ:বন-বিষয়ক সম্পাদক। মোল্লা জাহাঙ্গীর হোসেন সভাপতিত্বে বক্তব্য রাখেন মো: সালাউদ্দিন লিটন, আহবায়ক জেলা কৃষকদল, তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৃষকের পানির সুবিধা, সংরক্ষণ ও মাটির নিচে পানির ব্যবহার কমাতে বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আবার শুরু করা হবে। কৃষিখাতে দৃষ্টি দেয়ার পাশাপাশি কৃষিপণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে উদ্যোগ নেওয়া হবে।
 

এ সময় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: রবিউল ইসলাম রবি, সদস্য সচিব, জেলা কৃষকদল। মো: আলী হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা কৃষকদল। মো: জাহাঙ্গীর হোসেন, আহবায়ক, তালা উপজেলা কৃষকদল। 
 

এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ বাপ্পি সরদার, হাসানুর রহমান, আলাউদ্দিন মোড়ল, মো: মেহেদী হাসান।